২০০ (bahire bhul hanbe jakhan)
বাহিরে ভুল ভাঙবে যখন অন্তরে ভুল ভাঙবে কি।
বিষাদবিষে জ্বলে শেষে তোমার প্রসাদ মাঙবে কি?।
রৌদ্রদাহ হলে সারা নামবে কি ওর বর্ষাধারা,
লাজের রাঙা মিটলে হৃদয় প্রেমের রঙে রাঙবে কি?।
যতই যাবে দূরের পানে
বাঁধন ততই কঠিন হয়ে টানবে না কি ব্যথার টানে।
অভিমানের কালো মেঘে বাদল হাওয়া লাগবে বেগে,
নয়নজলের আবেগ তখন কোনোই বাধা মানবে কি?।
রাগ: পিলু
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): মাঘ, ১৩২৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1920
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: সাহানা দেবী