৩৮১ (bedhechha premer pashe)

     বেঁধেছ প্রেমের পাশে ওহে প্রেমময়।

তব প্রেম লাগি  দিবানিশি জাগি  ব্যাকুলহৃদয় ॥

তব প্রেমে কুসুম হাসে,তব প্রেমে চাঁদ বিকাশে,

          প্রেমহাসি তব উষা নব নব,

          প্রেমে-নিমগন নিখিল নীরব,

তব প্রেম-তরে ফিরে হা হা ক'রে উদাসী মলয়।

     আকুল প্রাণ মম ফিরিবে না সংসারে,

     ভুলেছে তোমারি রূপে নয়ন আমারি।

জলে স্থলে     গগনতলে     তব সুধাবাণী সতত উথলে--

          শুনিয়া পরান শান্তি না মানে,

          ছুটে যেতে চায় অনন্তেরই পানে,

আকুল হৃদয়    খোঁজে বিশ্বময়  ও প্রেম-আলয় ॥

রাগ: কাফি-কানাড়া

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.