১৪৮ (bela gela tomar path cheye)

                   বেলা গেল তোমার পথ চেয়ে।

শূন্য ঘাটে একা আমি, পার ক'রে লও খেয়ার নেয়ে ॥

ভেঙে এলেম খেলার বাঁশি,   চুকিয়ে এলেম কান্না হাসি,

          সন্ধ্যাবায়ে শ্রান্তকায়ে ঘুমে নয়ন আসে ছেয়ে ॥

ও পারেতে ঘরে ঘরে   সন্ধ্যাদীপ জ্বলিল রে,

          আরতির শঙ্খ বাজে সুদূর মন্দির-'পরে।

এসো এসো শ্রান্তিহরা,   এসো শান্তি-সুপ্তি-ভরা,

          এসো এসো তুমি এসো, এসো তোমার তরী বেয়ে ॥

রাগ: মিশ্র পূরবী

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ৮ আশ্বিন, ১৩০২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1895

রচনাস্থান: নৌকায়, শিলাইদহ

স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.