রাগ: বেহাগ

তাল: চৌতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1306

রচনাকাল (খৃষ্টাব্দ): 1899

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

১২৪ (bhay hate taba abhaymajhe)

ভয় হতে তব অভয়মাঝে   নূতন জনম দাও হে ॥

দীনতা হতে অক্ষয় ধনে,   সংশয় হতে সত্যসদনে,

জড়তা হতে নবীন জীবনে   নূতন জনম দাও হে ॥

আমার ইচ্ছা হইতে, প্রভু,   তোমার ইচ্ছামাঝে--

আমার স্বার্থ হইতে, প্রভু,   তব মঙ্গলকাজে--

অনেক হইতে একের ডোরে,   সুখদুখ হতে শান্তিক্রোড়ে--

আমা হতে, নাথ, তোমাতে মোরে   নূতন জনম দাও হে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.