১৮৭ (bishwajora phad petechha )

বিশ্বজোড়া ফাঁদ পেতেছ,

           কেমনে দিই ফাঁকি--

আধেক ধরা পড়েছি গো,

           আধেক আছে বাকি।

কেন জানি আপনা ভুলে

বারেক হৃদয় যায় যে খুলে,

           বারেক তারে ঢাকি--

আধেক ধরা পড়েছি যে,

           আধেক আছে বাকি।

বাহির আমার শুক্তি যেন

           কঠিন আবরণ--

অন্তরে মোর তোমার লাগি

           একটি কান্না-ধন।

হৃদয় বলে তোমার দিকে

রইবে চেয়ে অনিমিখে,

           চায় না কেন আঁখি--

আধেক ধরা পড়েছি যে,

           আধেক আছে বাকি।

রাগ: ভৈরবী-বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৯ আশ্বিন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ৬ অক্টোবর, ১৯১৪

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.