৩৪৪ (bujhechhi ki bujhi nai)

          বুঝেছি কি বুঝি নাই বা সে তর্কে কাজ নাই,

          ভালো আমার লেগেছে যে রইল সেই কথাই ॥

ভোরের আলোয় নয়ন ভ'রে       নিত্যকে পাই নূতন করে,

                   কাহার মুখে চাই ॥

          প্রতিদিনের কাজের পথে করতে আনাগোনা

          কানে আমার লেগেছে গান, করেছে আন্‌মনা।

হৃদয়ে মোর কখন জানি           পড়ল পায়ের চিহ্নখানি

                   চেয়ে দেখি তাই।

রাগ: ভৈরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1328

রচনাকাল (খৃষ্টাব্দ): 1921

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.