ব্যাকুল প্রাণ কোথা সুদূরে ফিরে--
ডাকি লহো, প্রভু, তব ভবনমাঝে
ভবপারে সুধাসিন্ধুতীরে ॥
রাগ: ভিপালি
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1303
রচনাকাল (খৃষ্টাব্দ): 1896