৫৭৬ (chali go chali go)

    চলি গো, চলি গো, যাই গো চলে।

    পথের প্রদীপ জ্বলে গো গগন-তলে॥

বাজিয়ে চলি পথের বাঁশি,    ছড়িয়ে চলি চলার হাসি,

    রঙিন বসন উড়িয়ে চলি জলে স্থলে॥

    পথিক ভুবন ভালোবাসে পথিকজনে রে।

    এমন সুরে তাই সে ডাকে ক্ষণে ক্ষণে রে।  

চলার পথের আগে আগে    ঋতুর ঋতুর সোহাগ জাগে,

    চরণঘায়ে মরণ মরে পলে পলে॥

রাগ: বাউল

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ ফাল্গুন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ৭ মার্চ, ১৯১৫

রচনাস্থান: বোলপুর থেকে কলকাতা যাবার পথে ট্রেনে

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.