রাগ: ঝিঁঝিট

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ২১ ফাল্গুন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ৫ মার্চ, ১৯২৭

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার, দিনেন্দ্রনাথ ঠাকুর

৫৮০ (chhinna patay sajai tarani)

          ছিন্ন পাতার সাজাই তরণী,   একা একা করি খেলা--

আন্‌মনা যেন দিক্‌বালিকার ভাসানো মেঘের ভেলা ॥

যেমন হেলায় অলস ছন্দে     কোন্‌ খেয়ালির কোন্‌ আনন্দে

          সকালে-ধরানো আমের মুকুল ঝরানো বিকালবেলা ॥

   যে বাতাস নেয় ফুলের গন্ধ, ভুলে যায় দিনশেষে,

          তার হাতে দিই আমার ছন্দ-- কোথা যায় কে জানে সে।

লক্ষ্যবিহীন স্রোতের ধারায়   জেনো জেনো মোর সকলই হারায়,

          চিরদিন আমি পথের নেশায় পাথেয় করেছি হেলা ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.