৫৩৮ (chiradibas naba madhuri)

চিরদিবস নব মাধুরী, নব শোভা তব বিশ্বে--

নব কুসুমপল্লব, নব গীত, নব আনন্দ ॥

নব জ্যোতি বিভাসিত, নব প্রাণ বিকাশিত

          নবপ্রীতিপ্রবাহহিল্লোলে ॥

চারি দিকে চিরদিন নবীন লাবণ্য,

                   তব প্রেমনয়নছটা।

হৃদয়স্বামী, তুমি চিরপ্রবীণ,

তুমি চিরনবীন, চিরমঙ্গল, চিরসুন্দর ॥

রাগ: নট-মল্লার

তাল: চৌতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1293

রচনাকাল (খৃষ্টাব্দ): 1887

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.