১০১ (darao amar akhir age)

                    দাঁড়াও আমার আঁখির আগে।

                    তোমার দৃষ্টি হৃদয়ে লাগে॥

সমুখ-আকাশে চরাচরলোকে    এই অপরূপ আকুল আলোকে দাঁড়াও হে,

          আমার পরান পলকে পলকে    চোখে চোখে তব দরশ মাগে ॥

                   এই-যে ধরণী চেয়ে ব'সে আছে    ইহার মাধুরী বাড়াও হে।

                             ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে   দাঁড়াও হে নাথ, দাঁড়াও হে।

যাহা-কিছু আছে সকলই ঝাঁপিয়া, ভুবন ছাপিয়া, জীবন ব্যাপিয়া দাঁড়াও হে।

          দাঁড়াও যেখানে বিরহী এ হিয়া    তোমারি লাগিয়া একেলা জাগে ॥

রাগ: বেহাগ

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২২ জ্যৈষ্ঠ, ১৩১১

রচনাকাল (খৃষ্টাব্দ): 1904

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.