২৬১ (darao man ananta bhahmanda majhe)

দাঁড়াও  মন, অনন্ত ব্রহ্মাণ্ড-মাঝে আনন্দসভাভবনে আজ ॥

বিপুলমহিমাময়, গগনে মহাসনে বিরাজ করে বিশ্বরাজ ॥

          সিন্ধু শৈল তটিনী মহারণ্য জলধরমালা

   তপন চন্দ্র তারা গভীর মন্দ্রে গাহিছে শুন গান।

এই বিশ্বমহোৎসব দেখি মগন হল সুখে কবিচিত্ত,

                   ভুলি গেল সব কাজ ॥

রাগ: ভীমপলশ্রী

তাল: সুরফাঁকতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1316

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.