৪৬ (dhire bandhu dhire dhire)

ধীরে বন্ধু ধীরে ধীরে          

          চলো তোমার বিজন মন্দিরে।

জানি নে পথ, নাই যে আলো,

ভিতর বাহির কালোয় কালো,

তোমার       চরণশব্দ বরণ করেছি

        আজ এই অরণ্যগভীরে।

 

     ধীরে বন্ধু ধীরে ধীরে।

চলো অন্ধকারের তীরে তীরে।      

     চলব আমি নিশীথরাতে    

     তোমার হাওয়ার ইশারাতে,

তোমার       বসনগন্ধ বরণ করেছি

     আজ এই       বসন্তসমীরে॥

রাগ: পিলু

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1321

রচনাকাল (খৃষ্টাব্দ): 1915

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.