২৫০ (dirgha jibanpath kata dukkhatap)

দীর্ঘ জীবনপথ, কত দুঃখতাপ, কত শোকদহন--

          গেয়ে চলি তবু তাঁর করুণার গান ॥

খুলে রেখেছেন তাঁর    অমৃতভবনদ্বার--

শ্রান্তি ঘুচিবে, অশ্রু মুছিবে, এ পথের হবে অবসান ॥

অনন্তের পানে চাহি   আনন্দের গান গাহি--

          ক্ষুদ্র শোকতাপ নাহি নাহি রে।

অনন্ত আলয় যার   কিসের ভাবনা তার--

          নিমেষের তুচ্ছ ভারে হব না রে ম্রিয়মাণ ॥

রাগ: আশাবরী

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ৮ বৈশাখ, ১২৯২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.