১৯৩ (dukkher timire jadi jwale)

দুঃখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল-আলোক

তবে তাই হোক।

মৃত্যু যদি কাছে আনে তোমার অমৃতময় লোক

তবে তাই হোক ॥

পূজার প্রদীপে তব জ্বলে যদি মম দীপ্ত শোক

তবে তাই হোক।

অশ্রু-আঁখি- 'পরে যদি ফুটে ওঠে তব স্নেহচোখ

তবে তাই হোক ॥

রাগ: গৌড়সারং-ইমন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১১ মাঘ, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ জানুয়ারি, ১৯৩৭

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.