৩১০ (e din aji kon ghare go)

          এ দিন আজি কোন্‌ ঘরে গো খুলে দিল দ্বার?

          আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার?।

কাহার অভিষেকের তরে   সোনার ঘটে আলোক ভরে,

          উষা কাহার আশিস বহি হল আঁধার পার?।

          বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা--

          কার হৃদয়ের মাঝে হল তাদের মালা গাঁথা?

বহু যুগের উপহারে   বরণ করি নিল কারে,

          কার জীবনে প্রভাত আজি ঘুচায় অন্ধকার?।

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৪ আশ্বিন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ১১ অক্টোবর, ১৯১৪

রচনাস্থান: বুদ্ধগয়া

স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.