১৯০ (ei kathata dhare rakhis)

এই কথাটা ধরে রাখিস-- মুক্তি তোরে পেতেই হবে।

যে পথ গেছে পারের পানে সে পথে তোর যেতেই হবে ॥

          অভয় মনে কণ্ঠ ছাড়ি   গান গেয়ে তুই দিবি পাড়ি,

          খুশি হয়ে ঝড়ের হাওয়ায় ঢেউ যে তোরে খেতেই হবে।

পাকের ঘোরে ঘোরায় যদি, ছুটি তোরে পেতেই হবে।

চলার পথে কাঁটা থাকে, দ'লে তোমায় যেতেই হবে।

          সুখের আশা আঁকড়ে লয়ে   মরিস নে তুই ভয়ে ভয়ে,

          জীবনকে তোর ভ'রে নিতে মরণ-আঘাত খেতেই হবে ॥

রাগ: বিভাস-বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২ আশ্বিন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): 1914

রচনাস্থান: সুরুল

স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.