রাগ: পিলু-বারোয়াঁ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৫ জ্যৈষ্ঠ, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): 1914

রচনাস্থান: রামগড়

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

৭৪ (ere bhikhari sajaye ki ranga)

          এরে    ভিখারি সাজায়ে কী রঙ্গ তুমি করিলে,

                   হাসিতে আকাশ ভরিলে ॥

পথে পথে ফেরে, দ্বারে দ্বারে যায়,    ঝুলি ভরি রাখে যাহা-কিছু পায়--

কতবার তুমি পথে এসে, হায়,    ভিক্ষার ধন হরিলে ॥

ভেবেছিল চির-কাঙাল সে এই ভুবনে,    কাঙাল মরণে জীবনে।

ওগো মহারাজা, বড়ো ভয়ে ভয়ে    দিনশেষে এল তোমারি আলয়ে--

আধেক আসনে তারে ডেকে লয়ে   নিজ মালা দিয়ে বরিলে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.