২৬ (ganer bhitar diye jakhan dekhi)

      গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি

      তখন তারে চিনি আমি,    তখন তারে জানি।

তখন তারি আলোর ভাষায়    আকাশ ভরে ভালোবাসায়,

      তখন তারি ধুলায় ধুলায় জাগে পরম বাণী ॥

      তখন সে যে বাহির ছেড়ে অন্তরে মোর আসে,

      তখন আমার হৃদয় কাঁপে তারি ঘাসে ঘাসে।

রূপের রেখা রসের ধারায়    আপন সীমা কোথায় হারায়,

      তখন দেখি আমার সাথে সবার কানাকানি ॥

রাগ: খাম্বাজ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1325

রচনাকাল (খৃষ্টাব্দ): 1918

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.