৩৭৪ (habe jay habe jay re)

      হবে জয়, হবে জয়,হবে জয় রে

          ওহে বীর, হে নির্ভয়।

জয়ী প্রাণ, চিরপ্রাণ,    জয়ী রে আনন্দগান,  

জয়ী প্রেম, জয়ী ক্ষেম,    জয়ী জ্যোতির্ময় রে॥

      এ আঁধার হবে ক্ষয়, হবে ক্ষয় রে,

          ওহে বীর, হে নির্ভয়।

ছাড়ো ঘুম, মেলো চোখ,    অবসাদ দূর হোক,

আশার অরুণালোক    হোক অভ্যুদয় রে॥

রাগ: ভৈরবী

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1321

রচনাকাল (খৃষ্টাব্দ): 1915

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.