৫২৩ (hridayshashi hridgagane)

     হৃদয়শশী হৃদিগগনে   উদিল মঙ্গললগনে,

     নিখিল সুন্দর ভুবনে   একি এ মহামধুরিমা ॥

ডুবিল কোথা দুখ সুখ রে   অপার শান্তির সাগরে,

     বাহিরে অন্তরে জাগে রে শুধুই সুধাপুরনিমা ॥

গভীর সঙ্গীত দ্যুলোকে   ধ্বনিছে গম্ভীর পুলকে,

          গগন-অঙ্গন-আলোকে উদার দীপদীপ্তিমা।

চিত্তমাঝে কোন্‌ যন্ত্রে   কী গান মধুময় মন্ত্রে

          বাজে রে অপরূপ তন্ত্রে, প্রেমের কোথা পরিসীমা ॥

রাগ: ইমনকল্যাণ

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ কার্তিক, ১৩০২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1895

রচনাস্থান: জোড়াসাঁকো

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.