২৩৯ (ja hariye jay ta agle base)

যা    হারিয়ে যায় তা আগলে বসে

             রইব কত আর?

আর  পারি নে রাত জাগতে হে নাথ,

             ভাবতে অনিবার।

                    আছি রাত্রিদিবস ধরে

                    দুয়ার আমার বন্ধ করে,

                    আসতে যে চায় সন্দেহে তায়

                           তাড়াই বারে বার।

       তাই তো কারো হয় না আসা

              আমার একা ঘরে।

       আনন্দময় ভুবন তোমার

              বাইরে খেলা করে।

                    তুমিও বুঝি পথ নাহি পাও,

                    এসে এসে ফিরিয়া যাও,

                     রাখতে যা চাই রয় না তাও

                           ধুলায় একাকার।

রাগ: মিশ্র ঝিঁঝিট

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১ আশ্বিন, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

রচনাস্থান: কলকাতা

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.