৩১৭ (jagate anandajagge amaar nimantran)

      জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ।

        ধন্য হল ধন্য হল মানবজীবন॥

নয়ন আমার রূপের পুরে    সাধ মিটায়ে বেড়ায় ঘুরে,

      শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন॥

    তোমার যজ্ঞে দিয়েছ ভার, বাজাই আমি বাঁশি--

    গানে গানে গেঁথে বেড়াই প্রাণের কান্নাহাসি।

এখন সময় হয়েছে কি?      সভায় গিয়ে তোমায় দেখি

    জয়ধ্বনি শুনিয়ে যাব এ মোর নিবেদন॥

রাগ: সরফর্দা-বিলাবল

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ আশ্বিন, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

রচনাস্থান: শিলাইদহ

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.