৫৩৬ (jage nath jochanarate)
জাগে নাথ জোছনারাতে--
জাগো, রে অন্তর, জাগো ॥
তাঁহারি পানে চাহো মুগ্ধপ্রাণে
নিমেষহারা আঁখিপাতে ॥
নীরব চন্দ্রমা নীরব তারা নীরব গীতরসে হল হারা--
জাগে বসুন্ধরা, অম্বর জাগে রে--
জাগে রে সুন্দর সাথে ॥
রাগ: বেহাগ
তাল: ধামার
রচনাকাল (বঙ্গাব্দ): 1316
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়