২০৯ (jakhan tumi badchhile tar)

যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা--

বাজাও বীণা, ভুলাও ভুলাও সকল দুখের কথা ॥

          এতদিন যা সঙ্গোপনে    ছিল তোমার মনে মনে

          আজকে আমার তারে তারে শুনাও সে বারতা ॥

আর বিলম্ব কোরো না গো, ওই-যে নেবে বাতি।

দুয়ারে মোর নিশীথিনী রয়েছে কান পাতি।

          বাঁধলে যে সুর তারায় তারায়   অন্তবিহীন অগ্নিধারায়,

          সেই সুরে মোর বাজাও প্রাণে তোমার ব্যাকুলতা ॥

রাগ: সাহানা

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১১ ভাদ্র, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৮ অগাস্ট, ১৯১৪

রচনাস্থান: সুরুল

স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.