৬০৯ (jay bhairab jay shankar)

          জয় ভৈরব, জয় শঙ্কর!

জয়   জয় জয় প্রলয়ঙ্কর,   শঙ্কর শঙ্কর ॥

জয় সংশয়ভেদন,   জয় বন্ধনছেদন,

          জয় সঙ্কটসংহর   শঙ্কর শঙ্কর ॥

তিমিরহৃদ্‌বিদারণ   জ্বলদগ্নিনিদারুণ,

মরুশ্মশানসঞ্চর   শঙ্কর শঙ্কর!

বজ্রঘোষবাণী,   রুদ্র, শূলপাণি,

          মৃত্যুসিন্ধুসন্তর   শঙ্কর শঙ্কর ॥

রাগ: মিশ্র ভূপালী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ পৌষ, ১৩২৮

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ জানুয়ারি, ১৯২২

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.