৫৮৫ (jay jay parama)

জয় জয়     পরমা নিষ্কৃতি হে, নমি নমি।

জয় জয়     পরমা নির্‌বৃতি হে, নমি নমি॥

              নমি নমি তোমারে হে অকস্মাৎ,

              গ্রন্থিচ্ছদন খরসংঘাত--

              লুপ্তি, সুপ্তি, বিস্মৃতি হে, নমি নমি ॥

              অশ্রুশ্রাবণপ্লাবন হে, নমি নমি।

              পাপক্ষালন পাবন হে, নমি নমি।

              সব ভয় ভ্রম ভাবনার

              চরমা আবৃতি হে, নমি নমি ॥

রাগ: আশাবরী-ভৈরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩৩০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1923

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.