৪৯৭ (je janita tumi dakibe amare)

কে জানিত তুমি ডাকিবে আমারে, ছিলাম নিদ্রামগন।

সংসার মোরে মহামোহঘোরে ছিল সদা ঘিরে সঘন ॥

আপনার হাতে দিবে যে বেদনা, ভাসাবে নয়নজলে,

কে জানিত হবে আমার এমন শুভদিন শুভলগন ॥

জানি না কখন করুণা-অরুণ উঠিল উদয়াচলে,

দেখিতে দেখিতে কিরণে পুরিল আমার হৃদয়গগন ॥

তোমার অমৃতসাগর হইতে বন্যা আসিল কবে,

হৃদয়ে বাহিরে যত বাঁধ ছিল কখন হইল ভগন ॥

সুবাতাস তুমি আপনি দিয়েছ, পরানে দিয়েছ আশা--

আমার জীবনতরণী হইবে তোমার চরণে মগন ॥

রাগ: দেশ-কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1306

রচনাকাল (খৃষ্টাব্দ): 1899

স্বরলিপিকার: সাহানা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.