২০৫ (jete jete ekla pathe)

যেতে যেতে একলা পথে

              নিবেছে মোর বাতি।

ঝড় এসেছে, ওরে, এবার

              ঝড়কে পেলেম সাথি।

আকাশ-কোণে সর্বনেশে

ক্ষণে ক্ষণে উঠছে হেসে,

প্রলয় আমার কেশে বেশে

              করছে মাতামাতি।

যে পথ দিয়ে যেতেছিলেম

              ভুলিয়ে দিল তারে,

আবার কোথা চলতে হবে

              গভীর অন্ধকারে।

বুঝি বা এই বজ্ররবে

নূতন পথের বার্তা কবে,

কোন্‌ পুরীতে গিয়ে তবে

              প্রভাত হবে রাতি।

রাগ: মল্লার

তাল: ঝম্পক

রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ ভাদ্র, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ১২ সেপ্টেম্বর, ১৯১৪

রচনাস্থান: সুরুল

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.