২৫৮ (jiban jakhan chhila phuler mata)

জীবন যখন ছিল ফুলের মতো

পাপড়ি তাহার ছিল শত শত ॥

          বসন্তে সে হ'ত যখন দাতা

          ঝরিয়ে দিত দু-চারটি তার পাতা,

                   তবুও যে তার বাকি রইত কত ॥

আজ বুঝি তার ফল ধরেছে, তাই

হাতে তাহার অধিক কিছু নাই।

          হেমন্তে তার সময় হল এবে

          পূর্ণ করে আপনাকে সে দেবে,

                   রসের ভারে তাই সে অবনত ॥

রাগ: দেশ

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১১ ভাদ্র, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৭ অগাস্ট, ১৯১৩

রচনাস্থান: ইংল্যান্ড

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.