রাগ: দেশ

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ চৈত্র, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

রচনাস্থান: বোলপুর

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

৯৫ (jiban jakhan shukaye jay)

জীবন যখন শুকায়ে যায়

       করুণাধারায় এসো।

সকল মাধুরী লুকায়ে যায়,

       গীতসুধারসে এসো।

                    কর্ম যখন প্রবল-আকার

                    গরজি উঠিয়া ঢাকে চারি ধার,

                    হৃদয়প্রান্তে হে জীবননাথ,

                           শান্তচরণে এসো।

আপনারে যবে করিয়া কৃপণ

কোণে পড়ে থাকে দীনহীন মন,

দুয়ার খুলিয়া হে উদার নাথ,

       রাজ-সমারোহে এসো।

                           বাসনা যখন বিপুল ধুলায়

                           অন্ধ করিয়া অবোধে ভুলায়

                          ওহে পবিত্র, ওহে অনিদ্র,

                                  রুদ্র আলোকে এসো।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.