৩৬৬ (kata ajanare janaile tumi)
কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই--
দূরকে করিলে নিকট, বন্ধু, পরকে করিলে ভাই॥
পুরানো আবাস ছেড়ে যাই যবে মনে ভেবে মরি কী জানি কী হবে,
নূতনের মাঝে তুমি পুরাতন সে কথা যে ভুলে যাই॥
জীবনে মরণে নিখিল ভুবনে যখনি যেখানে লবে
চিরজনমের পরিচিত ওহে তুমিই চিনাবে সবে।
তোমারে জানিলে নাহি কেহ পর, নাহি কোনো মানা, নাহি কোনো ডর--
সবারে মিলায়ে তুমি জাগিতেছ দেখা যেন সদা পাই॥
রাগ: হাম্বীর
তাল: রূপকড়া
রচনাকাল (বঙ্গাব্দ): 1313
রচনাকাল (খৃষ্টাব্দ): 1907