৫০৯ (kemane rakhibi tora tare)

কেমনে রাখিবি তোরা তাঁরে লুকায়ে

চন্দ্রমা তপন তারা আপন আলোকছায়ে ॥

হে বিপুল সংসার, সুখে দুখে আঁধার,

কত কাল রাখিবি ঢাকি তাঁহারে কুহেলিকায়

আত্মা-বিহারী তিনি, হৃদয়ে উদয় তাঁর--

নব নব মহিমা জাগে, নব নব কিরণ ভায় ॥

রাগ: সাহানা

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1306

রচনাকাল (খৃষ্টাব্দ): 1899

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.