৫৫৭ (kon alote praner)

কোন্‌ আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আস--

    সাধক ওগো, প্রেমিক ওগো,

        পাগল ওগো, ধরায় আস।

            এই   অকুল সংসারে

দুঃখ-আঘাত তোমার প্রাণে বীণা ঝংকারে।

            ঘোর    বিপদ-মাঝে

কোন্‌ জননীর মুখের হাসি দেখিয়া হাস॥

            তুমি        কাহার সন্ধানে

সকল সুখে আগুন জ্বেলে বেড়াও কে জানে।

            এমন        ব্যাকুল করে

কে তোমারে কাঁদায় যারে ভালোবাস।

            তোমার     ভাবনা কিছু নাই--

কে যে তোমার সাথের সাথি ভাবি মনে তাই।

            তুমি   মরণ ভুলে

কোন্‌ অনন্ত প্রাণসাগরে আনন্দে ভাস॥

রাগ: বাউল

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ পৌষ, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.