রাগ: খাম্বাজ-বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৫ ভাদ্র, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): ২২ অগাস্ট, ১৯২২

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: সুভাষ চৌধুরী, অনাদিকুমার দস্তিদার, শান্তিদেব ঘোষ

৫৮৯ (kon khela je khelba kakhan)

              কোন্‌ খেলা যে খেলব কখন্‌ ভাবি বসে সেই কথাটাই--

তোমার     আপন খেলার সাথি করো, তা হলে আর ভাবনা তো নাই ॥

              শিশির-ভেজা সকালবেলা   আজ কি তোমার ছুটির খেলা--

              বর্ষণহীন মেঘের মেলা   তার সনে মোর মনকে ভাসাই ॥

তোমার     নিঠুর খেলা খেলবে যে দিন বাজবে সে দিন ভীষণ ভেরী--

              ঘনাবে মেঘ, আঁধার হবে, কাঁদবে হাওয়া আকাশ ঘেরি।

              সে দিন যেন তোমার ডাকে   ঘরের বাঁধন আর না থাকে--

              অকাতরে পরানটাকে   প্রলয়দোলায় দোলাতে চাই ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.