১৬ (kul theke mor ganer tari)

কূল থেকে মোর গানের তরী    দিলেম খুলে,

সাগর-মাঝে ভাসিয়ে দিলেম      পালটি তুলে ॥

যেখানে ঐ কোকিল ডাকে ছায়াতলে

             সেখানে নয়,

যেখানে ঐ গ্রামের বধূ    আসে জলে

             সেখানে নয়,

যেখানে নীল মরণলীলা    উঠছে দুলে

সেখানে মোর গানের তরী    দিলেম খুলে ॥

এবার, বীণা, তোমায় আমায়     আমরা একা--

অন্ধকারে নাইবা কারে    গেল দেখা॥

কুঞ্জবনের শাখা হতে       যে ফুল তোলে

             সে ফুল এ নয়,

বাতায়নের লতা হতে       যে ফুল দোলে

             সে ফুল এ নয়--

দিশাহারা আকাশ-ভরা    সুরের ফুলে

সেই দিকে মোর গানের তরী      দিলেম খুলে ॥

রাগ: বেহাগ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৯ আশ্বিন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ৬ অক্টোবর, ১৯১৪

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.