৬০৪ (madhur tomar shesh je)

মধুর, তোমার শেষ যে না পাই প্রহর হল শেষ--

          ভুবন জুড়ে রইল লেগে আনন্দ-আবেশ ॥

              দিনান্তের এই এক কোনাতে   সন্ধ্যামেঘের শেষ সোনাতে

                   মন যে আমার গুঞ্জরিছে কোথায় নিরুদ্দেশ ॥

সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার 'পরে

          অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে।

              এই গোধুলির ধূসরিমায়      শ্যামল ধরার সীমায় সীমায়

                   শুনি বনে বনান্তরে অসীম গানের রেশ ॥

রাগ: বেহাগ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৪ আশ্বিন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ২১ সেপ্টেম্বর, ১৯২৬

রচনাস্থান: স্টুটগার্ট

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.