৫৯৩ (megh balechhe jaba jaba)

     মেঘ বলেছে 'যাব যাব', রাত বলেছে 'যাই',

          সাগর বলে 'কূল মিলেছে-- আমি তো আর নাই' ॥

              দুঃখ বলে 'রইনু চুপে   তাঁহার পায়ের চিহ্নরূপে',

                   আমি বলে 'মিলাই আমি আর কিছু না চাই' ॥

ভুবন বলে 'তোমার তরে আছে বরণমালা',

     গগন বলে 'তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা'।

          প্রেম বলে যে 'যুগে যুগে          তোমার লাগি আছি জেগে',

              মরণ বলে 'আমি তোমার জীবনতরী বাই' ॥

রাগ: বেহাগ

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ আশ্বিন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ৪ অক্টোবর, ১৯১৪

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.