৫১৯ (mor sandhay tumi sundar)

মোর         সন্ধ্যায় তুমি সুন্দরবেশে এসেছ,

     তোমায়     করি গো নমস্কার।

মোর         অন্ধকারের অন্তরে তুমি হেসেছ,

     তোমায়     করি গো নমস্কার।

এই          নম্র নীরব সৌম্য গভীর আকাশে

     তোমায় করি গো নমস্কার।

এই          শান্ত সুধীর তন্দ্রানিবিড় বাতাসে

     তোমায়     করি গো     নমস্কার।

এই          ক্লান্ত ধরার শ্যামলাঞ্চল-আসনে

     তোমায়     করি গো নমস্কার।

এই          স্তব্ধ তারার মৌনমন্ত্রভাষণে

     তোমায়     করি গো নমস্কার।

এই          কর্ম-অন্তে নিভৃত পান্থশালাতে

     তোমায়     করি গো নমস্কার।

এই          গন্ধগহন-সন্ধ্যাকুসুম-মালাতে

     তোমায়     করি গো নমস্কার।

রাগ: ইমন

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ৩ আষাঢ়, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৭ জুন, ১৯১৪

রচনাস্থান: কলকাতা

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.