৫০৩ (nami nami charane)

নমি নমি চরণে,

          নমি কলুষহরণে ॥

সুধারসনির্ঝর হে,

          নমি নমি চরণে।

নমি চিরনির্ভর হে

          মোহগহনতরণে ॥

নমি চিরমঙ্গল হে,

নমি চিরসম্বল হে।

উদিল তপন, গেল রাত্রি,

          নমি নমি চরণে।

জাগিল অমৃতপথযাত্রী--

     নমি চিরপথসঙ্গী,

          নমি নিখিলশরণে ॥

নমি সুখে দুঃখে ভয়ে,

নমি জয়পরাজয়ে।

অসীম বিশ্বতলে

          নমি নমি চরণে।

নমি চিতকমলদলে

     নিবিড় নিভৃতে নিলয়ে,

          নমি জীবনে মরণে ॥

রাগ: ভৈরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1325

রচনাকাল (খৃষ্টাব্দ): 1919

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.