১৭৬ (nibir ghana adhare jwalichhe)

নিবিড় ঘন আঁধারে   জ্বলিছে ধ্রুবতারা।

মন রে মোর, পাথারে   হোস নে দিশেহারা ॥

বিষাদে হয়ে ম্রিয়মাণ   বন্ধ না করিয়ো গান,

সফল করি তোলো প্রাণ    টুটিয়া মোহকারা ॥

রাখিয়ো বল জীবনে,   রাখিয়ো চির-আশা,

শোভন এই ভুবনে   রাখিয়ো ভালোবাসা।

সংসারের সুখে দুখে   চলিয়া যেয়ো হাসিমুখে,

ভরিয়া সদা রেখো বুকে   তাঁহারি সুধাধারা ॥

রাগ: সাহানা

তাল: নবতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1309

রচনাকাল (খৃষ্টাব্দ): 1903

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.