কখন বাদল-ছোঁওয়া লেগে মাঠে মাঠে ঢাকে মাটি সবুজ মেঘে মেঘে॥ ওই ঘাসের ঘনঘোরে ধরণীতল হল শীতল চিকন আভায় ভ'রে-- ওরা হঠাৎ-গাওয়া গানের মতো এল প্রাণের বেগে॥ ওরা যে এই প্রাণের রণে মরুজয়ের সেনা, ওদের সাথে আমার প্রাণের প্রথম যুগের চেনা-- তাই এমন গভীর স্বরে আমার আঁখি নিল ডাকি ওদের খেলাঘরে-- ওদের দোল দেখে আজ প্রাণে আমার দোলা ওঠে জেগে॥
ও কি এল, ও কি এল না— বোঝা গেল না,গেল না। ও কি মায়া কি স্বপনছায়া—ও কি ছলনা। ধরা কি পড়ে ও রূপেরই ডোরে। গানেরই তানে কি বাঁধিবে ওরে। ও-যে চিরবিরহেরই সাধনা। ওর বাঁশিতে করুন কি সুর লাগে বিরহমিলনমিলিত রাগে। সুখে কি দুখে ও পাওয়া না-পাওয়া, হৃদয়বনে ও উদাসী হাওয়া— বুঝি শুধু ও পরম কামনা॥ এ কি স্বপ্ন! এ কি মায়া! এ কি প্রমদা! এ কি প্রমদার ছায়া!