সে যে পাশে এসে বসেছিল, তবু জাগি নি। কী ঘুম তোরে পেয়েছিল হতভাগিনি॥ এসেছিল নীরব রাতে, বীণাখানি ছিল হাতে-- স্বপনমাঝে বাজিয়ে গেল গভীর রাগিণী॥ জেগে দেখি দখিন-হাওয়া, পাগল করিয়া গন্ধ তাহার ভেসে বেড়ায় আঁধার ভরিয়া। কেন আমার রজনী যায়, কাছে পেয়ে কাছে না পায়-- কেন গো তার মালার পরশ বুকে লাগি নি॥
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি ॥ সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো-- রেখো না আর, বেঁধো না আর কূলের কাছাকাছি ॥ মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রূকুটিতে-- দাও ছেড়ে দাও, ওগো, আমি তুফান পেলে বাঁচি ॥