ওগো কাঙাল, আমারে কাঙাল করেছ, আরো কী তোমার চাই। ওগো ভিখারি আমার ভিখারি, চলেছ কী কাতর গান গাই'॥ প্রতিদিন প্রাতে নব নব ধনে তুষিব তোমারে সাধ ছিল মনে ভিখারি আমার ভিখারি, হায় পলকে সকলই সঁপেছি চরণে, আর তো কিছুই নাই॥ আমি আমার বুকের আঁচল ঘেরিয়া তোমারে পরানু বাস। আমি আমার ভুবন শূন্য করেছি তোমার পুরাতে আশ। হেরো মম প্রাণ মন যৌবন নব করপুটতলে পড়ে আছে তব-- ভিখারি আমার ভিখারি, হায় আরো যদি চাও মোরে কিছু দাও, ফিরে আমি দিব তাই॥
ভিক্ষে দে গো, ভিক্ষে দে । দ্বারে দ্বারে বেড়াই ঘুরে, মুখ তুলে কেউ চাইলি নে । লক্ষ্মী তোদের সদয় হোন, ধনের উপর বাড়ুক ধন— আমি একটি মুঠো অন্ন চাই গো, তাও কেন পাই নে । ওই রে সূর্য উঠল মাথায়, যে যার ঘরে চলেছে । পিপাসাতে ফাটছে ছাতি, চলতে আর যে পারি নে । ওরে তোদের অনেক আছে, আরো অনেক হবে— একটি মুঠো দিবি শুধু আর কিছু চাহি নে ।।