কূল থেকে মোর গানের তরী দিলেম খুলে, সাগর-মাঝে ভাসিয়ে দিলেম পালটি তুলে ॥ যেখানে ঐ কোকিল ডাকে ছায়াতলে সেখানে নয়, যেখানে ঐ গ্রামের বধূ আসে জলে সেখানে নয়, যেখানে নীল মরণলীলা উঠছে দুলে সেখানে মোর গানের তরী দিলেম খুলে ॥ এবার, বীণা, তোমায় আমায় আমরা একা-- অন্ধকারে নাইবা কারে গেল দেখা॥ কুঞ্জবনের শাখা হতে যে ফুল তোলে সে ফুল এ নয়, বাতায়নের লতা হতে যে ফুল দোলে সে ফুল এ নয়-- দিশাহারা আকাশ-ভরা সুরের ফুলে সেই দিকে মোর গানের তরী দিলেম খুলে ॥
জানি জানি তোমার প্রেমে সকল প্রেমের বাণী মেশে, আমি সেইখানেতেই মুক্তি খুঁজি দিনের শেষে ॥ সেথায় প্রেমের চরম সাধন, যায় খসে তার সকল বাঁধন-- মোর হৃদয়পাখির গগন তোমার হৃদয়দেশে ॥ ওগো, জানি আমার শ্রান্ত দিনের সকল ধারা তোমার গভীর রাতের শান্তিমাঝে ক্লান্তিহারা। আমার দেহে ধরার পরশ তোমার সুধায় হল সরস-- আমার ধুলারই ধন তোমার মাঝে নূতন বেশে ॥