৫৬৫ (ogo pather sathi)

        ওগো,   পথের সাথি, নমি বারম্বার।

        পথিকজনের লহো   লহো নমস্কার॥

ওগো বিদায়, ওগো ক্ষতি,    ওগো দিনশেষের পতি,

        ভাঙা বাসার লহো নমস্কার॥

ওগো নব প্রভাত-জ্যোতি,    ওগো চিরদিনের গতি,

        নব আশার লহো নমস্কার।

জীবন-রথের হে সারথি,    আমি নিত্য পথের পথী,

        পথে চলার লহো লহো লহো নমস্কার॥

রাগ: আশাবরী-ভৈরবী

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ২৫ আশ্বিন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ১২ অক্টোবর, ১৯১৪

রচনাস্থান: বেলা থেকে গয়া যাবার পথে ট্রেনে

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.