৩১১ (oi amal hate rajani prate)
ওই অমল হাতে রজনী প্রাতে আপনি জ্বালো
এই তো আলো-- এই তো আলো ॥
এই তো প্রভাত, এই তো আকাশ, এই তো পূজার পুষ্পবিকাশ,
এই তো বিমল, এই তো মধুর,এই তো ভালো--
এই তো আলো-- এই তো আলো ॥
আঁধার মেঘের বক্ষে জেগে আপনি জ্বালো
এই তো আলো-- এই তো আলো।
এই তো ঝঞ্ঝা তড়িৎ-জ্বালা, এই তো দুখের অগ্নিমালা,
এই তো মুক্তি, এই তো দীপ্তি, এই তো ভালো--
এই তো আলো-- এই তো আলো ॥
রাগ: রামকেলী
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৭ আশ্বিন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ সেপ্টেম্বর, ১৯১৪
রচনাস্থান: সুরুল থেকে শান্তিনিকেতনের পথে
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর