রাগ: রামকেলী

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৭ আশ্বিন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ সেপ্টেম্বর, ১৯১৪

রচনাস্থান: সুরুল থেকে শান্তিনিকেতনের পথে

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

৩১১ (oi amal hate rajani prate)

ওই      অমল হাতে   রজনী প্রাতে   আপনি জ্বালো

          এই তো আলো--  এই তো আলো ॥

এই তো প্রভাত, এই তো আকাশ,  এই তো পূজার পুষ্পবিকাশ,

          এই তো বিমল, এই তো মধুর,এই তো ভালো--

              এই তো আলো-- এই তো আলো ॥

          আঁধার মেঘের বক্ষে জেগে আপনি জ্বালো

              এই তো আলো-- এই তো আলো।

          এই তো ঝঞ্ঝা তড়িৎ-জ্বালা,   এই তো দুখের অগ্নিমালা,

          এই তো মুক্তি, এই তো দীপ্তি,   এই তো ভালো--

              এই তো আলো-- এই তো আলো ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.