৪৯১ (oi asantaler matir pare)

ওই      আসনতলের মাটির 'পরে লুটিয়ে রব।

তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব।

              কেন আমায় মান দিয়ে আর দূরে রাখ,

         চিরজনম এমন করে ভুলিয়ো নাকো,

                   অসম্মানে আনো টেনে পায়ে তব।

              তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব॥

আমি তোমার যাত্রীদলের রব পিছে,

স্থান দিয়ো হে আমায় তুমি সবার নীচে।

প্রসাদ লাগি কত লোকে আসে ধেয়ে,

আমি কিছুই চাইব না তো রইব চেয়ে;

                   সবার শেষে বাকি যা রয় তাহাই লব।

             তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব॥

রাগ: বাউল

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১০ পৌষ, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.