রাগ: পিলু

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

৫৩৩ (oi maraner sagarpare)

          ওই মরণের সাগরপারে চুপে চুপে

          এলে তুমি ভুবনমোহন স্বপনরূপে ॥

                   কান্না আমার সারা প্রহর তোমায় ডেকে

                   ঘুরেছিল চারি দিকের বাধায় ঠেকে,

                             বন্ধ ছিলেম এই জীবনের অন্ধকূপে--

                             আজ এসেছ ভুবনমোহন স্বপনরূপে ॥

                   আজ কী দেখি কালো চুলের আঁধার ঢালা,

তারি    স্তরে স্তরে সন্ধ্যাতারার মানিক জ্বালা।

          আকাশ আজি গানের ব্যথায় ভরে আছে,

          ঝিল্লিরবে কাঁপে তোমার পায়ের কাছে,

                   বন্দনা তোর পুষ্পবনের গন্ধধূপে--

                   আজ এসেছ ভুবনমোহন স্বপনরূপে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.