৪৭৭ (oi re tari dila khule)

                   ওই রে তরী দিল খুলে।

              তোর বোঝা কে নেবে তুলে?।

সামনে যখন যাবি ওরে   থাক্‌-না পিছন পিছে পড়ে--

     পিঠে তারে বইতে গেলি, একলা পড়ে রইলি কূলে ॥

ঘরের বোঝা টেনে টেনে পারের ঘাটে রাখলি এনে--

     তাই যে তোরে বারে বারে ফিরতে হল, গেলি ভুলে।

ডাক্‌ রে আবার মাঝিরে ডাক,  বোঝা তোমার যাক ভেসে যাক--

     জীবনখানি উজাড় করে সঁপে দে তার চরণমূলে ॥

রাগ: ভৈরবী

তাল: রূপকড়া

রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ জ্যৈষ্ঠ, ১৩১৭

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

রচনাস্থান: তিনধরিয়া

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.