রাগ: ইমন-কালাংড়া-বাউল

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ৩ কার্তিক, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ২০ অক্টোবর, ১৯২৬

রচনাস্থান: ভিয়েনা

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

৫৮৩ (path ekhano shesh hala na)

পথ এখনো শেষ হল না, মিলিয়ে এল দিনের ভাতি।

          তোমার আমার মাঝখানে হায়   আসবে কখন আঁধার রাতি ॥

                   এবার তোমার শিখা আনি

                             জ্বালাও আমার প্রদীপখানি,

                   আলোয় আলোয় মিলন হবে পথের মাঝে পথের সাথি ॥

ভালো করে মুখ যে তোমার যায় না দেখা সুন্দর হে--

          দীর্ঘ পথের দারুণ গ্লানি তাই তো আমায় জড়িয়ে রহে।

                   ছায়ায়-ফেরা ধুলায়-চলা

                             মনের কথা যায় না বলা,

                   শেষ কথাটি জ্বালবে এবার তোমার বাতি আমার বাতি ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.