৫৭২ (pathe chale jete jete)

          পথে চলে যেতে যেতে কোথা কোন্‌খানে

              তোমার পরশ আসে কখন কে জানে ॥

কী অচেনা কুসুমের গন্ধে,   কী গোপন আপন আনন্দে,

              কোন্‌ পথিকের কোন্‌ গানে ॥

সহসা দারুণ দুখতাপে   সকল ভুবন যবে কাঁপে,

     সকল পথের ঘোচে চিহ্ন   সকল বাঁধন যবে ছিন্ন

                   মৃত্যু-আঘাত লাগে প্রাণে--

              তোমার পরশ আসে কখন কে জানে ॥

রাগ: বেহাগ

তাল: অর্ধঝাঁপ

রচনাকাল (বঙ্গাব্দ): ৪ মাঘ, ১৩৩৪

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮ জানুয়ারি, ১৯২৮

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.